1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাঁশখালীতে নবাগত এসিল্যান্ডের সাথে সাধারণ ছাত্র-জনতার সাক্ষাৎ ও ভূমি অফিসে অনিয়ম ও হয়রানি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি কুয়ানতানে মালয়েশিয়ান যুদ্ধবিমান দু,র্ঘ,টনা, দুই সেনা কর্মকর্তা নিরাপদ চিরিরবন্দর উপজেলা ক্রীয়া সংস্কার,এডহক কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা । নীলফামারির ডোমারে ৫০ বোতল ফেনসিডিল সহ একজন আ,ট ক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আপত্তির মুখে বাস ভাড়া বাড়ল ৫ টাকা । লফস’র মশারি বিতরণ ডেঙ্গু নিয়ন্ত্রণে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রভাতের গ্রাম পঞ্চগড়ের তেতুলিয়া থেকে পথযাত্রা শুরু করেছেন আল-আমিন মানবিক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক

শ্রীমঙ্গলের বর্মচড়া চা বাগানে ১০০ টি লেপ বিতরণ করেন শেখ বোরহানউদ্দিন সোসাইটি 

আবদাল মিয়া, মৌলভীবাজার প্রতিনিধিল:
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

আবদাল মিয়া, মৌলভীবাজার প্রতিনিধিল:

মোলভীবাজার জেলার স্বেচ্ছাসেবী সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর আন্তর্জাতিক শাখা বিআইএস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলার ৭ নং রাজঘাট ইউনিয়ন-এর বর্মাছড়া চা-বাগান এলাকায় শনিবার (১৮জানুয়ারি) বিকালে লেপ বিতরণ করা হয়েছে।

বিতরণকারীদের পক্ষ থেকে জানা যায়, ১০০টি পরিবারের চা শ্রমিকদের মধ্যে একটি করে লেপ বিতরণ করা হয়েছে।

 

লেপ বিতরণের বিষয়ে এ কাজের প্রশংসা করে মিঠুন সাঁওতাল বললেন, প্রথমবারের মতো কেউ আমাদের শীতের লেপ দিল। খুব আনন্দ লাগছে। বয়স হয়েছে। তাই শীতও বেশি লাগে। কিন্তু লেপ কেনার সামর্থ্য নেই আমাদের। বাবুল মিয়া নামের একজন বলেন, মাঘের শীতের রাতে খুব কষ্ট হয়, এই লেপ আমাদের জন্য শীতের আর্শীর্বাদ হিসেবে কাজ করবে।

 

অপরদিকে চা বাগানের শ্রমিক প্রতাপ গড় বলেন, নতুন লেপ পেয়ে আমাদের খুব উপকার হবে। লেপ এর মানও খুব ভালো। আশপাশের অনেকে লেপ পেয়েছে। তবে এত ভালো লেপ কেউ দেয়নি। লেপ গুলো খুব ভালো।

সুবল নামের জনৈক ব্যক্তি বলেন, চা বাগানের শ্রমিকদের জীবন আলাদা। আর বর্মাছড়া চা-বাগান মেইন শহর থেকে একটু ভেতরে হওয়ায় কেউ সাধারণত আসতে চায় না। আপনারা এতদূর কষ্ট করে এসে শীতের লেপ দিয়েছেন। জীবনে প্রথমবার লেপ দেওয়ায় আপনাদের ধন্যবাদ।

লেপ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে লেপ বিতরণ করেন যথাক্রমে, সংগঠনের চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় মৌলভীবাজার’র নাজির, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব শিমুল বোনার্জী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীমঙ্গল, মৌলভীবাজার স্বাস্থ্য সহকারী দীনেন গোয়ালা, উপজেলা ভুমি অফিস স্টাফ বিক্রম বৈদ্য, যুগ্ন অর্থ সূচিব কামরান চৌধুরী, সমাজকর্মী আহবাব আল হামিদী,কার্যকরী পরিষদের সদস্য শেখ মেহেদী হাসান, নির্বাহী পরিচালক সাফওয়ান বক্স আসিফ,ফয়ছল আহমদ শাহী, মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর, মনির উদ্দিন, নাহিদ হাসান,জাবেদ আহমদ, আব্দুল আহাদ, রেদোয়ান আহমদ ছামী,হাম্মাদ সাদী প্রমুখ।

লেপ বিতরণকারী সংস্থার প্রতিষ্ঠাতা এম মুহিবুর রহমান মুহিব বলেন, বিআইএস ইন্টারন্যাশনাল চা বাগানের শ্রমিকদের মাঝে লেপ বিতরণ কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ। সমাজের অনেকে অসহায় ও হতদরিদ্রদের সহায়তায় এগিয়ে এলেও চা শ্রমিকদের কথা অনেকেই ভুলে যান।এ সময় তিনি যাদের সহযোগিতায় এবং অক্লান্ত পরিশ্রমে এই প্রোগ্রামটি সফল হয়েছে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট