1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শুকনো মৌসুমেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তার ভাঙন অব্যাহত রয়েছে বড়াল নদীর ক্ষতি না করে সংরক্ষণে জোর দিতে হবে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সনদ ব্যতীত ডাক্তার পদবি ব্যবহার করায় ত্রিশ হাজার টাকা জরিমানা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন চৌধুরীর জলঢাকায় আগমন উপলক্ষে জাতীয়তাবাদী তরুণ দলের আত্মপ্রকাশ  উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর নতুন কমিটি গঠন  যশোরে ‘কুড়িয়ে পাওয়া’ বোমা বিস্ফোরণে আ,হ,ত ৩ শিশুর একজনের মৃ,ত্যু বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নি,হ,ত  ভুরুঙ্গামারীতে উপজেলা মডেল মসজিদ ও ইসলামী ফাউন্ডেশন কমপ্লেক্স ভিত্তি প্রস্তুর স্থাপন পাবনার আটঘরিয়ায় ড্রামট্রাক মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নি,হ,ত-১ মেহেরপুর জেলা কারাগারের অভ্যন্তরে বিশুদ্ধ পানিসহ বাদ্যযন্ত্র বিতরণ

গোপালগঞ্জে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ইমরান মাতুব্বরঃ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব -২০২৫ উদযাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে (১৮ –২০ জানুয়ারি) আয়োজিত ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) বিশ্বজিৎ কুমার পাল, ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও গোপালগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা।

 

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান তারুণ্যের উৎসব

– ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে তীব্র শীত উপেক্ষা করে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা থেকে আগত অংশগ্রহণকারী দল ও তাদের পৃষ্ঠপোষক গণ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। জেলার প্রতিটি ফুটবল মাঠ- ক্রিকেট মাঠ‌ খেলাধুলায় সরব থাকুক। তারুণ্যের যে উৎসব তা সকলের হাতে-হাতে, পায়ে-পায়ে, মনে-মনে ছড়িয়ে পড়ুক। তরুণ প্রজন্ম আগামীর দেশ ও বিশ্ব পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করবে। জুলাই – আগস্ট অভ্যুত্থানে তরুণ প্রজন্ম যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সেই বাংলাদেশকে বিনির্মাণের জন্য প্রয়োজন তরুণদেরকে গঠনমূলক, সৃজনশীল ও উদ্বাবনী কাজে ব্যবহার করা। তারুণ্যের উন্মাদনায় দেশ এগিয়ে যাবে। বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে সাথে নিয়ে উদ্বোধনী টুর্নামেন্টে অংশ নেওয়া গোপালগঞ্জ পৌরসভা এবং কোটালীপাড়া পৌরসভার খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেন সেই সাথে উভয় দলের অধিনায়কের হাতে দু’টো গাছের চারা তুলে দেন। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি মুহম্মদ কামরুজ্জামান রংবেরঙের বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

 

টুঙ্গিপাড়া জি.টি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ টি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশীদ, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জান্নাত, কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, ডেপুটি নেজারত (এনডিসি) রন্টি পোদ্দার, সহকারী কমিশনার প্রবীর বিশ্বাস, রাসেল মুন্সী, মোঃ সেবগাতুল্যাহ, শপথ বৈরাগী, গোপালগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রকিবুল ইসলাম, গোপালগঞ্জ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট