1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মণিরামপুরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন হাইওয়ে মহাসড়কের বেহাল অবস্থা কে নিবে দায়ভার সিটি কর্পোরেশন নাকি প্রশাসন আনোয়ারায় শ্রী শ্রী লোকনাথ ধাম মন্দিরে দুর্ধর্ষ চুরি দুর্গাপুরে সরকারী জমি যর দখলের অভিযোগ নিরাপত্তাহীন সৈকতে আর প্রাণহানি নয়: পর্যটনের নামে গাফেলতির মূল্য কে দেবে:- প্রতিবাদে সোচ্চার স্বেচ্ছাসেবীরা ৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত রেলের জিএম’র সাথে পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সাক্ষাত বিভিন্ন দাবী পেশ টাঙ্গাইলে মেডিক্যাল হোস্টেলে মিললো ছাত্রীর ঝু”ল”ন্ত ম”র”দে”হ সাতক্ষীরা দেবহাটায় নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টের প্রশিক্ষণ কর্মশালা মুন্সীগঞ্জে নিজের দুই মেয়েকে পুকুরে ফেলে হত্যার দায় স্বীকার করলেন মা

আটপাড়ায় ব্যাটারি চালিত অটো রিকশা চুরি, দিশেহারা চালক

নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

নেত্রকোনায় আটপাড়া উপজেলা দুওজ ইউনিয়ন পরিষদের এর সামনে মেইন রোডের পাশে একটি গ্যারেজ থেকে একটি ব্যাটারি চালিত অটো চুরির ঘটনা ঘটেছে।

গত ১৫ জানুয়ারি রোজ রবিবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে এ ঘটনা ঘটে। অটো রিকশা চালক রকি উপজেলা দুওজ ইউনিয়নের মহেশ্বরখিলা গ্রামের খসরু মিয়া ছেলে।এ বিষয়ে অটোচালক রকি তিনি বলেন, বুধবার দিনভর অটো চালিয়ে রাত প্রায় আটটার দিকে

গাড়ি চার্জে দিয়ে আমি গ্যারেজ থেকে বের হয়ে যাই। আমাদের এদিকে অটো চুরির ঘটনা প্রায়ই ঘটে বিদায় আমি আবাব রাত বারোটার দিকে গ্যারেজে আসি আমার গাড়িটা দেখার জন্য ‌। তখন পর্যন্ত সবকিছু ঠিক ছিল। আমার বাবা একজন চা ব্যবসায়ী। প্রতিদিনের মত সকালে যখন ব্যাবসার উদ্যোশে দোকানে কাছে পৌঁছায়, তখন নজর পড়ে গাড়ি রাখার গ্যারেজে ঘরের উপর।দেখে গাড়ি রাখার গ্যারেজের দরজার তালা লাগানোর কয়রা ভাঙ্গা। তখন গ্যারেজের ভিতরে গিয়ে দেখা যায় ব্যাটারি চালিত অটো রিকশাটি চুরি হয়ে গেছে। সাথে সাথে আমাকে ফোন করে এই বিষয়টা বলেন। এই অটোর সাথে আরো একটা অটো চার্জে দেওয়া ছিল, সেটা নেইনি।

অটোচালকের বাবা খসরু মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, আমি একজন গরিব চা দোকানদার। আমার দোকানের আয়ে সংসার চালাতে অনেক কষ্ট হতো। তাই আমি বিভিন্নজনের কাছ থেকে ঋণ করে আমার ছেলেকে একটি ব্যাটারি চালিত অটো রিকশা কিনে দিই। স্থানীয়ভাবে কোন কর্ম না থাকায় কোন উপায় না পেয়ে অটো চালিয়ে দোকানের আয় দিয়ে আমার সংসার পরিচালনা করছি। এখন আমার এই অটো রিকশাটি চুরি হয়াতে আমি নিঃস্ব হয়ে গেলাম। তিনি আরো বলেন আমি এখন কি করে গাড়ি কিনার ঋণ পরিশোধ করব, কি করে আমি সংসার চালাবো। ‌আমার শেষ হয়ে যায় নিয়তির শেষ পুঁজিটুক। উপজেলা প্রশাসনের কাছে আমার আকুল আবেদন আমার অটো চুরির সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে আইনের আওতায় এনে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক।

এখানকার স্থানীয় অটোরিকশা চালকরা জানান, অনেক পরিবারের উর্পাজনের একমাত্র মাধ্যম অটো রিকশা। তাও আবার হয় চুরি প্রায় সময় অটো চুরির ঘটনা ঘটেই যাচ্ছে। এতে উপজেলা জুড়ে অটো চালকদের মধ্যে দেখা দিয়েছে নতুন করে আতংক। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতি নিয়তই ঘটছে চুরির ঘটনা।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ এর ফোনে দুই বার ফোন দিলে ফোন রিসিভ না করায় উনার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট