ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে বৃহস্পতিবার ভোরে মটরসাইকেলের ধাক্কায় আহত ওয়াজেদ আলী নামে এক বৃদ্ধ মারা গেছেন। এ সময় তৌহিদ নামে আরেক ব্যক্তি আহত হন। নিহত ওয়াজেদ আলী ধাওড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। প্রত্যক্ষদর্শী মহিউদ্দিন জোয়াদ্দার জানান, বুধবার রাত ৯টার দিকে ধাওড়া বাজার থেকে ওয়াজেদ আলী এক সঙ্গী নিয়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি দ্রæতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি ও তৌহিদ নামে দুইজন আহত হন। পথচারিরা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বুধবার ভোরে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ওয়াজেদ আলী মারা যান। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, সড়ক দুর্ঘটনায় ধাওড়া গ্রামে ওয়াজেদ আলী নামে এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। পুলিশ মটরসাইকেল চালকের খোঁজ করছে।