1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
রামপুর-মাধবখালী সড়কে বৈদ্যুতিক বাতির অভাবে জনদুর্ভোগ… হাতিয়ায় সুদের টাকার জন্য রিক্সাচালক এর বসত ঘরে তালা বিচারকের বিরুদ্ধে এবার পিপির পাল্টা অভিযোগ মিরপুরে জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভোলা দৌলতখান উপজেলায় সংবাদ সংগ্রহ কালে সময় টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যানের ওপর হা,ম,লা ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন জিএস প্রার্থী আবু বাকের মজুমদার এবং শেখ তানভীর বারী হামিম। সুনামগনজ ১ আসনে তৃনমূল জরিপে অধ্যাপক ডাঃ রফিক চৌধুরী এগিয়ে। নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় ভুয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, গোলনা ভুমি ইউনিয়ন কর্মকর্তার ছোট ভাই। পঞ্চগড়ে জাবেদ হ,ত্যা মা,মলার কিশোর গ্যাং এর লিডার সহ তিন আসামি দিনাজপুরে গ্রে,ফ,তার সেলবরষ ইউনিয়ন বিএনপির ৭নং ওয়ার্ড কর্মীসভা অনুষ্ঠিত ।

চাঁপাইনবাবগঞ্জে আলোচিত দুই কিশোর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত মাসুদ রানা ও রায়হান আলী হত্যা মামলার প্রধান আসামি শাহিন রেজাসহ (২২) দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

রোববার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম। এসময় পুলিশ সুপার দাবি করেন, শাহীন একাই ফল কাটার ছুরি দিয়ে দুইজনকে হত্যা ও চারজনকে জখম করেন। শাহীন আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তার হওয়া প্রধান আসামি শাহিন রেজা বাহির মল্লিকপুরের তোফজুল হকের ছেলে। এছাড়াও গ্রেপ্তার হয়েছেন মামলার ৭ নম্বর আসামি আব্দুস সামাদ (৩০)। তিনি বাহির মল্লিকপুরের আতাউর রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে ঢাকার সাভার থেকে প্রধান আসামি শাহিন রেজাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেপ্তার হন আসামি সামাদ আলী। চাঁপাইনবাবগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি শাহীন আকন্দ ও এসআই ফয়সাল হাসানের নেতৃত্বে একটি দল তাদের গ্রেপ্তার করে। পরে শাহিনের দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়।

পুলিশ সুপার জানান, একটি পক্ষ এটিকে রাজনৈতিক রূপ দিতে চেয়েছিলেন। কিন্তু হতাহতদের পরিবারের পক্ষ থেকে জোরালো ভূমিকা রাখায় সেটি ব্যর্থ হয়েছে। মামলার প্রধান আসামি শাহীন শনিবার ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম তাঁর জবানবন্দি রেকর্ড করেন।

গত ১৭ ডিসেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে ছুরিকাঘাতে মারা যান একই উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী। ওই ঘটনায় আহত হন আরও চারজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট