1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

আদমদীঘিতে মাদকসেবনের অপরাধে ছয় মাদকসেবির জেল-জরিমানা

মো:মোমিনুল ইসলাম (মোমিন) জেলা প্রতিনিধি বগুড়া 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

মো:মোমিনুল ইসলাম (মোমিন) জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের অপরাধে ছয় মাদকসেবির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দণ্ড দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে শামীম (২৮), একই গ্রামের হাবিল প্রামাণিকের ছেলে আব্দুল আলিম (৩৬), সদর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সুহানুর ইসলাম (২২), সান্তাহার পৌর শহরের বশিপুর সরদার পাড়া এলাকার মৃত আয়েজ উদ্দীনের ছেলে নিজাম প্রামাণিক (৫৫), নাটোর জেলার লালপুর উপজেলার বদিনাপুর গ্রামের হযরত আলীর ছেলে হানিফ মিয়া (৩৩) এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের বেলাল হোসেনের ছেলে রিংকু (৩২)।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় এ্যাম্পুল ইনজেকশন, গাঁজা ও দেশীয় মদ খাওয়ার অপরাধে ছয়জন মাদকসেবিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হানিফ, আব্দুল, সুহানুরকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও রিংকু, নিজাম, শামীমকে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট