1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

সহ সভাপতি ১৮ মামলার আসামি আলহাজ শেখকে গ্রেফতার ।

সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোর্টার 

বগুড়া জেলা যুবলীগের সহ সভাপতি ১৮ মামলার আসামি আলহাজ শেখকে (৫৩) একটি তালাবদ্ধ ফ্ল্যাটের বাথরুম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জানুয়ারি) গভীর রাতে শহরের সূত্রাপুর এলাকায় তিন ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৫ আগস্টের পর আত্মগোপন করেন যুবলীগ নেতা আলহাজ শেখ। মঙ্গলবার রাতে পুলিশের কাছে তথ্য আসে আলহাজ শেখ তার বাড়িতেই অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে সদর থানা ও ডিবি পুলিশে যৌথ টিম শহরের গোহাইল রোডে সূত্রাপুর এলাকায় আলহাজ শেখের বাসায় অভিযান চালান। আটতলা ভবনের প্রতিটি ইউনিট তল্লাশি করেও পুলিশ আলহাজ শেখকে খুঁজে পায় না। এক পর্যায় ভবনের ছাদে গিয়ে পুলিশ দেখতে পারে সিঁড়ি ঘরে দরজা খোলা। এতে পুলিশের সন্দেহ হয় আলহাজ শেখ ছাদ দিয়ে পালিয়ে যেতে পারে। সেই সন্দেহ থেকে পুলিশ পাশের আরেকটি আটতলা ভবনে তল্লাশি শুরু করে।একপর্যায় পুলিশ দেখতে পারে আটতলায় জনৈক বাবুর একটি ফ্ল্যাট তালাবদ্ধ করে রাখা হয়েছে। পুলিশ ওই ফ্ল্যাটের মালিককে ফোন করলে তিনি জানান, বাসায় তালা দিয়ে তিনি স্ত্রী সন্তান নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। একপর্যায় পুলিশ ওই ফ্ল্যাটের তালা ভেঙে তল্লাশি করতে চাইলে ফ্ল্যাটের মালিক চাবি পৌঁছে দেন। পরে রাত তিনটার দিকে তালাবদ্ধ ফ্ল্যাট খুলে বাথরুম থেকে আলহাজ শেখকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট