আরিফ হাসান, তিতুমীর কলেজ প্রতিনিধি।
শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসের প্রধান ফটকে ঝুলিয়ে দেওয়া হলো "তিতুমীর বিশ্ববিদ্যালয়" নামে একটি বিশাল ব্যানার। নিজেদের দাবি ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীরা যেন নিজেরাই ঘোষণা করল তিতুমীর বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তিতুমীর কলেজ কে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ব্যাপারে সরকারের দ্বিচারিতার প্রতিবাদে এমনই এক অভিনব কর্মসূচি পালন করেছে তিতুমীরের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থী সংখ্যায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজ। আর এই শিক্ষার্থীদের প্রাণের দাবি ঢাবির আগ্রাসন থেকে মুক্ত হয়ে, ৭ কলেজের সিন্ডিকেট থেকে মুক্ত হয়ে, শিক্ষার পরিবেশ ও উন্নত গবেষণার ক্ষেত্র তৈরি করতে এককভাবে তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেই তারা রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরে যাবে।
এ সময় পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের প্রধান ফটোকে সমবেত হয় হাজারো শিক্ষার্থী। তারা স্লোগানে স্লোগানে তিতুমীর বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা তুলে ধরেন।