সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোর্টার
বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে দু’র্ধ’র্ষ কালাম বাহিনীর প্রধান কালামসহ ৪জনকে গ্রে’ফতার করেছে।
সোমবার ৬ ডিসেম্বর সন্ধ্যায় জেলার দুপচাঁচিয়া গুনাহার ইউনিয়নের তালুচ বাজার এলাকায় ভিন্ন ৪টি বাড়িতে অভিযান পরিচালনা করে আবুল কালাম, আব্দুর রহিম, মোঃ ইয়াসিন, বাবলু ওরফে বাবুকে গ্রে’ফতার করা হয়েছে।
এসময় বাবলু ওরফে বাবুর বাড়ি তল্লাশি করে ১টি আ’গ্নে’য়া’স্ত্র, ৮টি চাপাতি, ৯টি ধারালো চা’কু, ১টি রা’মদা, ২টি লম্বা দা উদ্ধার করা হয়েছে।
এছাড়াও আবুল কালামের বাড়ি থেকে ৭লাখ ৫০ হাজার টাকাসহ ইয়াবা সেবনে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রে’ফতার আবুল কালাম ও তার সহযোগীরা মিলে ওই এলাকায় কালাম বাহিনী নামে দুর্ধর্ষ বাহিনী গড়ে তুলে এলাকায় ডাকাতি, হ’ত্যা-খু’নসহ চাঁদাবাজি, দখলবাজি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
বগুড়া সদর থানা সুত্রে জানা গেছে, গ্রে’ফতাকৃত কালাম বাহিনী প্রধান কালামের নামে ২৭টি মা’মলা রয়েছে।
বাকি ৩জনের নামে একাধিক মা’মলা চলমান রয়েছে।
গ্রে’ফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।