1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ১৯ মে ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ২০’ই মে সাংবাদিকদের কলম বিরতি পালনের আহবান বিএসকেপি’র  রাতের আধারে ধূলিসাৎ করে দিল কুল বড়ই চাষের স্বপ্ন কুড়িগ্রামে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছদরুল আলম বাবু মাষ্টার গ্রেফতার বেনাপোল টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোবাইল ও কসমেটিক্স আটক করেছে বিজিবি বাস্তা সবুজ সংঘ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের ঘোষণা ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সেনবাগ সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরে প্রতারণার ফাঁদ সিকিউরিটি সার্ভিস 

মহানগর উত্তর প্রতিনিধি, গাজীপুর :
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মহানগর উত্তর প্রতিনিধি, গাজীপুর :

গাজীপুরে এমএলএম এর আদলে সিকিউরিটি নিয়োগের নামে প্রতারণা করছে সিলভার সিটি সিকিউরিটি এন্ড পোষ্ট সার্ভিস নামের প্রতিষ্ঠান।

 

প্রতিষ্ঠানের মালিক তার নাম মো: তাজকুর রহমান রেজওয়ান দাবি করলেও তার প্রকৃত নাম রেজাউল হক। গাজীপুরে এসে নিজের আসল পরিচয় গোপন করে নতুন নাম পরিচয় বহন করছেন তিনি।

 

অনুসন্ধানে জানাযায়, রেজাউল হক ওরফে তাজকুর রহমান রেজওয়ান রাজধানীর উত্তরায় বি এলার্ট নামের প্রতিষ্ঠানে এমডি পদে বসে প্রতারণা করে পালিয়ে যায়। পরবর্তীতে সাভারে শাহজাহান আজহার নামে প্রতারণা করে লাপাত্তা হয় এই রেজাউল হক। অবশেষে গাজীপুরে এসে নিজের নাম আরেক দফা পরিবর্তন একই ধরণের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি।

 

একাধিক নামের এই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন বি এলার্ট প্রতিষ্ঠানের প্রাক্তন কর্মকর্তা আনোয়ার হোসেন।

 

এই প্রতিষ্ঠানে কর্মরত ভুক্তভোগীদের দেয়া তথ্য অনুযায়ী প্রথমে কোম্পানিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। পরে শিক্ষিত বেকার যুকবদের বেকারত্বের সুযোগ নিয়ে লোভনীয় বেতন ভাতার সুবিধাসহ বিজ্ঞাপন দিয়ে এই প্রতারণা করে যাচ্ছেন প্রতিষ্ঠানটির মালিক রেজাউল।

 

এখানে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে এইচ আর পদমর্যাদা থেকে শুরু হয় চাকুরি নামের প্রতারণা।

এই প্রতিষ্ঠানের ভুক্তভোগী এইচ আর কর্মকর্তা যুগান্তর’কে মুঠোফোনে জানান, ফেসবুকে ২২ হাজার ৫শত টাকা বেতনের কথা বলে ভর্তির ফরমের জন্য ৬শত ৫০ টাকা নিয়ে তাকে চলতি চলতি মাসের ১ তারিখে যোগদান করায় প্রতিষ্ঠান। পরে তাতে ধরিয়ে দেওয়া হয় প্রতি মাসে ২০ জনকে ভর্তির টার্গেট। অন্যথায় পাবেনা বেতন। জনবল ভর্তি করাতে পারালে-ই শুধু তাকে জনপ্রতি কমিশন দেওয়া হবে ১১২৫ টাকা।

 

তিনি আরও জানান, সিকিউরিটি গার্ডদের কাছ থেকে ভর্তির জন্য আদায় করা হয় ৬শত ৫০ টাকা এবং ইউনিফর্মের জন্য নেওয়া হয় ১২ শত ৫০ টাকা।

 

সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে, তথ্য সংগ্রহে বাঁধা প্রধান করতে এগিয়ে আসে প্রতিষ্ঠানে কর্মরত অল্পবয়সী নারী, কর্মকর্তাসহ স্থানীয় বিল্ডিং এর মালিক আব্দুর রহিম।

 

এসময় এই প্রতিষ্ঠানের মালিক ট্রেড লাইসেন্স দেখিয়ে চ্যালেঞ্জ করেন এর বাহিরে নিরাপত্তার জনবল নিয়োগকৃত প্রতিষ্ঠানের আর কোন অনুমোদন লাগেনা। এমনকি তিনি জানেন না কি কি অনুমোদন লাগে প্রতিষ্ঠান চালাতে।

 

এবিষয়ে বাসন থানা অফিসার ইনচার্জ মুঠোফোনে জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট