বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-(বুয়েটে)’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী হাফিজা আক্তার কণা সম্প্রতি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। সে বাঁচার জন্য ধনী-গরিব, দেশের ও প্রবাসী সকল ভাই বোনের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন।
হাফিজা আকতার কণা’র বাবা অনেক আগেই মারা গেছেন, বৃদ্ধ মায়ের ঝিয়ের কাজের সামান্য মজুরীতেই বুয়েট পড়ুয়া মেয়ে ও স্কুল পড়ুয়া ছোট ছেলের স্কুলে পড়ার খরচ বহন ও সংসার অতিব কষ্টে চলে। বিধবা বৃদ্ধা “মা” মেয়ের এমন মরণব্যাধি শুনে দিশেহারা।
একজন আজন্ম দারিদ্রতা নামক অসম দানবের সাথে যুদ্ধকারী স্বপ্নবাজ একজন ছাত্রীর স্বপ্ন সফল করতে এগিয়ে আসুন।অ্যকাউন্ট নাম্বারঃবিকাশ নাম্বারঃ01689054307