1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ১৯ মে ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
কুড়িগ্রামে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছদরুল আলম বাবু মাষ্টার গ্রেফতার বেনাপোল টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোবাইল ও কসমেটিক্স আটক করেছে বিজিবি বাস্তা সবুজ সংঘ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের ঘোষণা ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সেনবাগ সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বর্তমান যুগের সবচেয়ে প্রয়োজনীয় কয়েকটি “এআই” টুলস লক্ষ্মীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫: বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

তিতুমীর কলেজ ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত এক”

আরিফ হাসান তিতুমীর কলেজ প্রতিনিধি 
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিমু হোসাইন ও আরেক যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদার এর অনুসারীদের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়।

যুগ্ম আহ্বায়ক রিমু হোসাইনের অনুসারী আহত ছাত্রকর্মী এস এম শাকিল বলেন, ‘আমি ও আমার বন্ধুরা মিলে ওভার ব্রিজের ওপর বসে একজনের সঙ্গে কথা বলছিলাম। তখন জিহাদ হাওলাদারের অনুসারী ফয়সালা ও তার বন্ধুদের ওই জায়গা থেকে সরে যেতে বলি। এই নিয়ে তাদের সঙ্গে বাগবিতণ্ড হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা চলে যায়। এর কিছুক্ষণ পরে আমরা শাকিল চত্বরে অবস্থান করার সময় জিহাদ হাওলাদারের নেতৃত্বে ২০ জনের একটি দল আমাদের ওপর দিয়ে হামলা চালায়। এতে রিমু ভাইও আহত হন। আমার পায়ে রড দিয়ে পাঁচটি আঘাত করা হয়। আমি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে এখন বাসায় অবস্থান করছি।’

অভিযোগ অস্বীকার করে যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদার বলেন, ‘ক্যাম্পাসের ভেতরে কোনো হামলার ঘটনা ঘটেনি। কলেজের সামনে শাকিল চত্বরে আমার ছোট ভাইদের সঙ্গে হাতাহাতির একটি ঘটনা ঘটে। আমি সেখানে গিয়েছিলাম বিষয়টি মীমাংসা করতে, যেহেতু এটি ছোট ভাইদের মধ্যকার একটি ঘটনা।’

প্রথমে মারামারির অভিযোগ অস্বীকার করলেও পরবর্তী সময়ে যুগ্ম আহ্বায়ক জিহাদ হাওলাদারের অনুসারী ফয়সাল আলম ঘটনা স্বীকার করে বলেন, ‘সে (শাকিল) ওভারব্রিজের ওপর ছিনতাই করছিল। ছিনতাই করতে বাধা দেওয়ায় প্রথমে সে গালাগালি করে এবং পরবর্তী সময়ে বাদাম ভাজার ঘুটি নিয়ে আমাদের আঘাত করে।’

তিনি আরও বলেন, ‘শাকিল একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। বর্তমানে সে রিমুর আশ্রয়ে ক্যাম্পাসে রাজনীতি করছে।’এ ঘটনায় পুরো ক্যাম্পাস জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে । আতঙ্কে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট