1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ১৯ মে ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
রাতের আধারে ধূলিসাৎ করে দিল কুল বড়ই চাষের স্বপ্ন কুড়িগ্রামে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছদরুল আলম বাবু মাষ্টার গ্রেফতার বেনাপোল টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোবাইল ও কসমেটিক্স আটক করেছে বিজিবি বাস্তা সবুজ সংঘ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের ঘোষণা ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সেনবাগ সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বর্তমান যুগের সবচেয়ে প্রয়োজনীয় কয়েকটি “এআই” টুলস

আনসার বাহিনীকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে

শাকিল হোসেন কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

কালিয়াকৈর উপজেলা সফিপুর আনসার বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দেশের বৃহৎ এ বাহিনীকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলা হবে। আমাদের বাহিনীর ৬০ লাখ সদস্য দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে সব বাহিনীর সাথে তাল মিলিয়ে কাজ করছে আনসার বাহিনী। তবে আমাদের যে ৬০ লক্ষ সদস্য রয়েছে তাদের তালিকা ডাটাবেজে খোঁজে পাওয়া যাচ্ছেনা। তাদের ডাটাবেজ তৈরি হচ্ছে। দ্রুতই এটি সম্পূর্ণ হলে আনসার বাহিনীর কে কোন পর্যায়ে আছে তা সবাই দেখতে পাবেন।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১০ টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

মহাপরিচালক আরও বলেন, দেশের বর্ডারগুলোতে বিজিবি সদস্যরা কাজ করেন। তাদের অনেক তথ্যের প্রয়োজন হয়। তাদের এ তথ্যের যোগান দিতে আনসার বাহিনীর সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। যার ফলে বাংলাদেশের সীমান্তগুলোতে সন্ত্রাস দমন অনেকটাই সহজ হয়ে যাবে। এছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের নানামুখী উন্নয়ন তাদের নিরাপত্তা জোরদারেও আমাদের বাহিনীর ইউনিয়ন লিডার যারা নারী রয়েছেন তারাও দক্ষতাএ সাথে কাজ করছেন। দেশের রাজস্ব যাতে সঠিক ব্যবহার হয় তার জন্যেও আমাদের বাহিনীর সদস্যরা বিশেষ ভাবে নজর রাখছে। সব মিলিয়ে সামনের দিনগুলোতে বাংলাদেশ যাতে সমৃদ্ধির দিকে আরও জোড়ালো ভাবে এগিয়ে যেতে পারে তার জন্য আনসার বাহিনীর সর্বদা কাজ করছে।

এর আগে, সকাল ১০ টা ২০ মিনিটে কেক কেটে পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুর মোতালেব সাজ্জাদ মাহমুদ। পরে সুসজ্জিত বাদ্য দল নিয়ে র‍্যালী হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট