মহিদুল ইসলাম,রাজবাড়ী প্রতিনিধি,
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারের ব্যবসায়ী শেখ গোলাম রেজা বাবলুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। শেখ গোলাম রেজা বানিবহ বাজারে ধান, চাউল ও ভূষিমালের ব্যবসা করতেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে বানিবহ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নিজ বসতবাড়িতে ১৫-২০ জনের ডাকাত দল ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুট করে নেয়। ডাকাতির খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।