1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

চট্টগ্রামে বেঙ্গল মিউজিক একাডেমির উদ্বোধন 

মামুন রাফী, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
  1. মামুন রাফী, স্টাফ রিপোর্টার

“শুদ্ধ সংস্কৃতি সুস্থ মন”এই শ্লোগান কে ধারন করে চট্টগ্রামের পুরাতন চাঁদগাঁও থানার বিপরীতে চাঁদগাঁও পাবলিক স্কুলের ৩য় তলায় ০৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার সকালে বেঙ্গল সঙ্গীত একাডেমির স্থায়ী কার্যালয়ে একাডেমির উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুবেল দাশ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান পরিচালক অসীম পান্ডে।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুবেল দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়ন সিংহ, ল্যন্স কর্পোরাল, বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমন মজুমদার, এ এস আই, বাংলাদেশ পুলিশ।

 

এ সময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, অত্র একাডেমির তবলা বিভাগের শিক্ষক বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী ও বাংলাদেশ শিশু একাডেমির তবলা বিভাগের প্রধান শিল্পী পলাশ দেব, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী এবং অত্র একাডেমির পরিচালক ও প্রধান শিক্ষিকা কন্ঠ শিল্পী নিশা চক্রবর্তী, অত্র একাডেমির চারুকলা বিভাগ ও চট্টগ্রাম সিটি করপোরেশন বিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক চিত্ত রঞ্জন মন্ডল, অত্র একাডেমির উপদেষ্টা ডা: রুপম রুদ্র, সদস্য অতুল প্রসাদ, নীহার দাশ, অত্র একাডেমির পরিচালক ঝুনু রুদ্র, উজ্জ্বল বিশ্বাস ও হাবিব ওয়াহীদ। এছাড়াও ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সাহিত্য সম্পাদক বিশিষ্ট কবি লেখক ও সাংবাদিক আবদুল্লাহ মজুমদার, বিশিষ্ট কবি সাহিত্যিক লেখক ও সাংবাদিক মামুন রাফী, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী সাইফুদ্দিন, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী লিটন নন্দী, শিল্পী উচ্ছাস বড়ুয়া, শিল্পী মো: শামীম, সহ আরো অনেকে।

 

আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, একাডেমীর ছাত্র-শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন ।

 

প্রধান অতিথি রুবেল দাস বলেন, মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে এবং অপসংস্কৃতি থেকে রেহাই পেতে সুষ্ঠু সংস্কৃতির কোন বিকল্প নেই।

 

বিশেষ অতিথি নয়ন সিংহ বলেন, বাচ্চাদেরকে মোবাইল ফোন ও ইন্টারনেট অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে মিউজিকের বিকল্প নেই।

 

বিশেষ অতিথির বক্তব্যে ইমন মজুমদার বলেন, বর্তমানে ইন্টারনেটের দুনিয়ায় সবাই আসক্ত, সেই আসক্তি থেকে বাচ্চাদেরকে দূর রাখতে মিউজিকের বিকল্প আর নাই।

 

বেঙ্গল সংগীত একাডেমির অধ্যক্ষ ও পরিচালক বিটিভির নিয়মিত সংগীত শিল্পি নিশা চক্রবর্তী বলেন, অপসংস্কৃতি রোধে সুষ্ঠু সংস্কৃতি চর্চায় আগামী প্রজন্মকে উপযুক্ত করে গড়ে তুলতে এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে।

 

পরে উদ্বোধন উপলক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বেঙ্গল সংগীত একাডেমির নিয়মিত শিল্পি ও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন, পুরষ্কার বিতরণ এবং কেক কাঁটার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট