মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রতিনিধি,
: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান বিজয় দিবস উপলক্ষে খেলাধূলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৩১শে ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গলের আশীদ্রোণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রামনগর এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে পৌর যুবদলের আয়োজনে খেলাধূলা ও পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর মীর এমএ সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম সম্পাদক মুহাম্মদ আনিসুল ইসলাম আশরাফী।
অনুষ্ঠানে বিজয় দিবসে বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি মীর এম এ সালাম তার বক্তব্যে বলেন, স্বাস্থ্য সুরক্ষার জন্য খেলাধূলার বিকল্প নেই। এছাড়া খেলাধূলা করে অনেকেই আজ সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে। শ্রীমঙ্গলের অনেক ছেলে-মেয়েরা আজ জাতীয় পর্যায়ে খেলে দেশের সুনাম বয়ে আনছে। মাদকের নেশা থেকে দূরে রাখতে হলে কিশোরদের খেলাধুলায় মনোনিবেশ করাতে হব। এর ফলে নেশামুক্ত সমাজ গঠনে সহায়ক হবে। মহান বিজয় দিবস উপলক্ষে খেলাধূলার আয়োজন করায় আয়োজকদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এসময় এলাকার অন্যান্য মুরুব্বি ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।