সুপণ বিশ্বাসঃ
(বিশেষ প্রতিনিধি)
বীর চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাব(RPC)'র নবগঠিত কমিটির প্রথম সভা আজ ৩১শে ডিসেম্বর মঙ্গলবার বিকালে সংগঠনের কর্মকর্তাদের আন্তরিক উপস্থিতির মধ্যে দিয়ে উপজেলা সদরে সংগঠনের স্থায়ী কার্যালয়ে রাউজান প্রেস ক্লাব'র সভাপতি সরওয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সহ সভাপতি মাওলানা মোহাম্মদ দিদারুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী,দপ্তর সম্পাদক এ কে বাবর,সহ দপ্তর সম্পাদক মোঃ মোক্তার হোসেন,প্রচার-প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ,
শিক্ষা-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুপণ বিশ্বাস, সদস্য মামুনুর রশিদ সহ আরো অনেকেই।