লেখক : এম এ সাকিব খন্দকার
আমরা সাংবাদিক, কলম আমাদের হাতিয়ার,
সত্যের জন্য যুদ্ধ করি, অন্ধকার করি চিরতর পার।
বিপন্ন মানুষের কান্না শোনাই বিশ্বজুড়ে,
অন্যায়ের বিরুদ্ধে তুলি কণ্ঠ বজ্রস্বর।
আমরা দেখি যা লুকানো, আনি যা অদেখা,
সংবাদে ছুঁই হৃদয়, জাগাই সকলের চোখের দৃষ্টি।
স্বার্থের গণ্ডি পেরিয়ে ছুটে যাই দুর্জয়ের পথে,
প্রতিদিনই লিখি জীবনের নতুন কবিতা।
আমরা শব্দে রঙ করি জীবনের চিত্র,
নীরব কান্না আর প্রতিবাদের গোপন ভিত।
যুদ্ধ, দুর্যোগ, মানবতার দুঃখগাঁথা,
সবখানে আমাদের কলম, বুনে চলি সত্যের কথা।
আমরা সাংবাদিক, ভয়ের পথকে জয় করি,
অপরাজেয় কলমে নির্মাণ করি সময়ের স্মৃতি।
সত্যকে করি প্রমাণ, মিথ্যাকে করি পরাজয়,
মানুষের জন্য আমরা জেগে থাকি নিরন্তর।
আমাদের জীবন ত্যাগ আর সাহসের গল্প,
অন্যায়ের বিরুদ্ধে আমরা অদম্য এক দল।
আমরা সাংবাদিক, দেশের মঙ্গল আমাদের শপথ,
সত্যের পথে আমরা, অবিচল এক নবজাগ্রত।