সারাফাত হোসেন ফাহাদ স্টাফ রিপোটার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সবজির পিকআপ ভ্যান ব্যবহার করে গাঁজা পাচারের সময় সাদ্দাম হোসেন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যান থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, লক্ষ্মীপুর থেকে ঢাকায় বিপুল পরিমাণ গাঁজা পাচারের খবর পেয়ে চেকপোস্ট বসানো হয়। এ সময় পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে গাঁজাগুলো জব্দ করা হয় এবং চালক সাদ্দাম হোসেনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।