টংগী স্টেশন রোড, ক্যাপরী সিনেমা হল সংলগ্ন গাজীপুরে অসহায় শিশুদের কল্যানে বাংলাদেশ নামের এই সংগঠনটি এতিম ও অসহায় পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গত শনিবার (২৮ শে ডিসেম্বর ) ২০২৪ খ্রিষ্টাব্দ, দুপুর ২ টায় মোঃ বাচ্চূ আলী তালুকদার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্যোগে অসহায় পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকার শাহনূর ইসলাম (রনি সরকার) গাজীপুর মহানগর বিএনপি নেতা।
সভাপতিত্ব করেন মোঃ বাচ্চু আলী তালুকদার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, অসহায় শিশুদের কল্যাণে বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মেরাজ উদ্দিন, সভাপতি টঙ্গী প্রেস ক্লাব। আরো উপস্থিতি ছিলেন এম এ মমিন আনসারী ভারপ্রাপ্ত সম্পাদক জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট। মোহাম্মদ সুমন চৌধুরী কেন্দ্রিয় কমিটির সভাপতি, বাংলাদেশ সাংবাদিক অধিকার বাস্তবায়ণ সংস্থা।
আরো উপস্থিতি ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জনতার ক্রাইম । মোঃ আব্দুল আজিজ,সহ সভাপতি টঙ্গী প্রেসক্লাব। সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াজউদ্দন আহম্মেদ। মোঃ বীর রহমান, সদস্য সচিব, তারেক জিয়া পরিষদ গাজীপুর মহানগর। মোঃ সুজন আহম্মেদ সাংগঠনিক সম্পাদক অসহায় শিশুদের কল্যানে বাংলাদেশ ও বিশেষ প্রতিনিধি বিটিভি, গাজীপুর মহানগর মোঃ ফরিদ আহম্মেদ বিশিষ্ট ব্যবসায়ী। কাজী আশরাফুল আলম স্টাফ রিপোর্টার দৈনিক আজকের আলোকিত সকাল ও সাপ্তাহিক তদন্ত রিপোর্ট। হাজী মোঃ এস এম সেলিম হোসেন। মোঃ শফিকুল ইসলাম সাংবাদিক তদন্ত রিপোর্ট। মোছাঃ মমতাজ বেগম, ৪৫ নং ওয়ার্ড বিএনপি। মোছাঃ মিলি খাতুন মহিলা বিষয়ক সহ সম্পাদক অসহায় শিশুদের কল্যানে বাংলাদেশ। মোঃ নয়ন মুনির ও মোঃ ইসমাঈল হোসেন জাতীয় সাপ্তাহিক তদন্ত রিপোর্ট।
সাংবাদিক মোঃ লিমন হোসেন প্রমূখ।সঞ্চালনায় মোঃ রাজু আহম্মেদ সাধারণ সম্পাদক অসহায় শিশুদের কল্যানে বাংলাদেশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজ আমি অসহায় শিশুদের কল্যানে বাংলাদেশ এর অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
সমাজে আরো অনেক বিত্তবান, ধনাড্য মানুষ আছে, তারা যদি বাচ্চু আলী তালুকদার এর মত করে ভাবত, তাহলে সমাজে পথশিশু নামে কেউ থাকতো না।
আমি আপনাদের কথা দিচ্ছি, আমি এমন মহৎকাজে সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন আমার পিতা বীর মুক্তি যোদ্ধা নূরুল ইসলাম সরকার, ফ্যাসিবাদি আওয়ামী লীগের চক্রান্তের শিকার হয়ে দীর্ঘ বিশ বছর কারা ভোগ করছেন। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন তিনি যেন অচিরেই আপনাদের মাঝে ফিরে এসে আপনাদের সেবা করতে পারে।
অন্যন্য বক্তাদের কন্ঠেও একই কথা ছিল।
ধন অনেকের আছে, কিন্তু মন সবার নেই। বাচ্চু আলী তালুকদার যে উদ্যোগ নিয়েছেন, নিঃসন্দেহে এটি ভালো উদ্যোগ,
আলোচনা ও দোয়া শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।