মোঃ সুলতান মাহমুদ ,গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাচুঁয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম ফারুক (৫৪) রোববার বিকালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সে উপজেলার তরগাঁও ইউনিয়নের মৈশন গ্রামের সুলতান উদ্দিন মোক্তাদের পুত্র। ঘটনার পর পর এলাকাবাসী কিছু সময়ের জন্য সড়ক অবরোধ এবং ঘাতক বাসটি ভাংচুর করে আগুন দেয়।
জানা যায়, প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ফারুক মোটরসাইকেল যোগে নিজ প্রতিষ্ঠান টোক ইউনিয়নের পাঁচুয়া উচ্চ বিদ্যালয় হতে কাপাসিয়া সদরের বাড়িতে ফিরছিলেন। বিকাল তিনটার দিকে কাপাসিয়া -কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের ধলাগড় ব্রিজের দক্ষিণে কিশোরগঞ্জ গামী অনন্যা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৪৬১৬) একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বরখেলাপ বাজার এলাকায় মারা যান। কর্মক্ষেত্রে এর আগে তিনি ঈদগাহ উচ্চ বিদ্যালয়, কোহিনূর বালক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান হিসাবে কর্মরত ছিলেন। গত প্রায় চার বছর আগে পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। তিনি কাপাসিয়া সদরের আদালত পাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন। প্রতিদিন বাসা থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যান। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ গামী অনন্যা পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস এবং সিএনজি চালিত অটোরিকশা (গাজীপুর-ট-১১-৭৪৬৮) প্রতিযোগিতা দিচ্ছিল। এক পর্যায়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী শিক্ষককে মুখোমুখি চাঁপা দেয়। এতে অটোরিকশাটিও ক্ষতিগ্রস্ত হয়।
তাঁর মৃত্যুতে কাপাসিয়া বন্ধু-৮৬’ এসএসসি ব্যাচের সভাপতি ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক শিক্ষক নেতা অধ্যাপক শামসুল হুদা লিটন রধগভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এব্যাপারে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত অনন্যা পরিবহনের আটককৃত বাসটিকে উত্তেজিত জনতা ব্যাপক ভাংচুর করেছ। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নিহত শিক্ষক পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনার অপমৃত্যু মামলা হয়েছে।