1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ। পঞ্চগড়ে গোয়েন্দা পুলিশের অভি,যা,নে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রে ফতার বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের এর উদ্যোগে দিনব্যাপী পরিচ্ছন্নতা  টঙ্গীবাড়ীতে চলাচলের রাস্তা না রেখেই বিদ্যালয় ভবন নির্মাণ: ভোগান্তিতে স্থানীয় পরিবার চকরিয়া থানায় দুর্জয় নামে আসামির রহস্য জনক মৃ,ত্যু। বালিগাঁও মাদক ও চাঁ,দাবা,জির বি,রু,দ্ধে প্রতিবাদ ও বি,ক্ষো,ভ উখিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সরওয়ার জাহান সভাপতি, সোলতান মাহমুদ সাধারণ সম্পাদক টঙ্গিবাড়ীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বোগদাদি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন আমার পিতৃ ও মাতৃভূমি ফেনী-২ (সদর) আসন থেকে নির্বাচন করবো। আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির মহান বিজয় দিবস উপলক্ষে বিনম্র শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদনঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদনঃ

অদ্য ১৬ ডিসেম্বর ২০২৪ ইং রোজ সোমবার গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে গাজীপুর রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সকল শহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি প্রবীণ সাংবাদিক এম কাজল খান (নির্বাহী সম্পাদক দৈনিক আজকের আলোকিত সকাল)। কার্যকারী সভাপতি, মোঃ এরশাদ আলম শরীফ। সহ সভাপতি, মোঃ আব্দুল হামিদ। (স্টাফ রিপোর্টার দৈনিক দিন প্রতিদিন)। যুগ্ম-সাধারণ সম্পাদকঃ এস এম জাহিদ হোসাইন ( বিশেষ প্রতিনিধি দৈনিক আজকের আলোকিত সকাল)।যুগ্ম সাধারণ সম্পাদকঃ মোঃ ইসমাইল হোসেন (সাগর)।যুগ্ম সাধারণ সম্পাদকঃ আব্দুল বারী। অর্থ সচিব আবু সালেক ভূঁইয়া (বিশেষ প্রতিনিধিঃ দৈনিক প্রাণের বাংলাদেশ)। মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাঃ সুলতানা সরকার (স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার দূত )। ধর্ম বিষয়ক সম্পাদকঃ মোঃ হিরা মিয়া। মানবাধিকার বিষয়ক সম্পাদিকা মোছাঃ তমা আক্তার ( দৈনিক আজকের বসুন্ধরা )। শিক্ষা বিষয়ক সম্পাদিকাঃ মিসেস মুন্নি আক্তার (দৈনিক ঘোষণা ) সহ গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

বাংলাদেশের ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন বক্তারা বলেন, আজ বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের প্রাণ এবং ৩০ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এই দিনে বাঙ্গালী জাতি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করেন। বিজয় দিবস আমাদের জন্য শুধুমাত্র একটি উদযাপন নয়, এটি আমাদের গৌরবময় ইতিহাস, স্বাধীনতার ত্যাগ, জাতীয় চেতনার স্মারক এবং বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।

 

বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিনটি সরকারি ছুটির দিন হিসেবে গণ্য করা হয়। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল।

 

বর্তমান প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমাদের অর্জিত এই স্বাধীনতায় যেন কখনোই কোন কলঙ্কের দাগ না লাগে এ জন্য বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে নতুন প্রজন্মের শিক্ষার্থী, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, শিল্পপতি, প্রশাসন, ব্যবসায়ী এবং গণমাধ্যম কর্মীদের সব সময় সতর্ক থাকার জন্য অনুরোধ করেন। আরও বলেন আমরা দেশের স্বার্থে মাতৃভূমির স্বাধীনতা রক্ষার্থে দলবল জাতি বিভেদ ভুলে গিয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই বিজয়ের মান অক্ষুন্ন রাখবো তবেই আজকের দিনটিতে বিজয়োল্লাসে ভাসবে দেশ, আনন্দে উদ্বেলিত হবে গোটা জাতি। সবশেষে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করে গাজীপুর জেলার রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ। সবশেষে গাজীপুর রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট